নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলাতে সঞ্জীবন যুব সংস্থার উদ্যোগে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর হতে রেজিস্ট্রেশন প্রাপ্তির পর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ থেকে সকল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রায় দু মাস পর সঞ্জীবন, সিলেট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হলো। ০২ ডিসেম্বর, ২০২০ সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান ফাহিম আহম্মেদ মন্ডল এবং মহাসচিব নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রণয়ন করা হয়।
রেজিস্ট্রেশন প্রাপ্তির পর সঞ্জীবনের নতুন কমিটিতে গাঠনিক বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন করা হয়েছে। এতে জেলা সভাপতির বদলে বর্তমান পদবীর নামকরণ করা হয়েছে, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং একই সঙ্গে সাধারণ সম্পাদককে করা হয়েছে ডেপুটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর। অন্যান্য সম্পাদকীয় দপ্তরেও নামের ক্ষেত্রে কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে।
নতুন কমিটিতে ডিস্ট্রিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন জাফরান আহমেদ এবং ডেপুটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবু মুসা।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মণ্ডল বলেন,
“আমরা আমাদের সংগঠনকে সর্বজনগ্রাহ্য এবং সবার সমীহ লাভ করার উপযোগী করে তুলতে চাচ্ছি। আমরা চাচ্ছি, অন্য সকল সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অংশীদারিত্ব বজায় রেখে সকল সামাজিক কার্যক্রমে আমাদের বলিষ্ঠ অবস্থানের জানান দিতে। তাই আমাদের কমিটি ফর্মেশনেও কিছু চেঞ্জ নিয়ে এসেছি। আমরা আশা করি, বরাবরের মতোই সঞ্জীবন, সিলেট জেলা শাখার পক্ষ থেকে দৃশ্যমান গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পারবো। ইনশাআল্লাহ।”