০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে সঞ্জীবনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সঞ্জীবনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজিত হয়েছে। ২০ সেপ্টেম্বর, ২০২০, রবিবার, উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে উক্ত কর্মসূচিটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরিচালনা করেন ময়মনসিংহ জেলা শাখার সদ্য সাবেক সঞ্জীবনের সভাপতি গোবিন্দ মোদক। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জীবন, গৌরীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব গোবিন্দ বণিক মহোদয়। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সঞ্জীবনের অর্থ সম্পাদক টিপু সুলতান দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান সহ গৌরিপুর সঞ্জীবনের সভাপতি ইয়াসিন আরাফাত যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া ও পিয়াস।

অনুষ্ঠানে প্রায় দেড়শ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত আয়োজনের সফল সমাপ্তির পর অনুষ্ঠান পরিচালক গোবিন্দ মোদক দৈনিক নবযুগকে বলেন,

“প্রতিবারই আমি এই ধরণের বিনামূল্যে রক্তের গ্রুপিং এর সঙ্গে যুক্ত হই কেননা এখানে মানুষের সঙ্গে সরাসরি মেশা যায়। সকল ধরণের মানুষের সঙ্গে মেশা যায়। সবার মনের ভাব জানা যায় এবং ছোট কিংবা বড়- যাই হোক না কেনো, সবাইকে উপকার করতে পারি। উপর ওয়ালার কাছে এটাই প্রার্থনা করি যেনো সামনের দিনগুলোয় তিনি আমাদেরকে আরও বড় পরিসরে এ ধরণের প্রোগ্রাম আয়োজনের তৌফিক দান করেন। আমার মনে হয়, আমাদের সবারই উচিত স্ব স্ব এলাকায় মানূষদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া। গৌরীপুর শাখা থেকে এমন উদ্যোগ নেয়ায় আমি যারপরনাই খুশি ও অভিভূত, এই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমার সাংগঠনিক জীবনের শুরু, তাই এখানে বিভিন্ন স্মৃতি জড়িয়ে। চাই সবাইকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে যেনো কাজ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

ট্যাগ:

গৌরীপুরে সঞ্জীবনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশ: ০১:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সঞ্জীবনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজিত হয়েছে। ২০ সেপ্টেম্বর, ২০২০, রবিবার, উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে উক্ত কর্মসূচিটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরিচালনা করেন ময়মনসিংহ জেলা শাখার সদ্য সাবেক সঞ্জীবনের সভাপতি গোবিন্দ মোদক। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জীবন, গৌরীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব গোবিন্দ বণিক মহোদয়। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সঞ্জীবনের অর্থ সম্পাদক টিপু সুলতান দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান সহ গৌরিপুর সঞ্জীবনের সভাপতি ইয়াসিন আরাফাত যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া ও পিয়াস।

অনুষ্ঠানে প্রায় দেড়শ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত আয়োজনের সফল সমাপ্তির পর অনুষ্ঠান পরিচালক গোবিন্দ মোদক দৈনিক নবযুগকে বলেন,

“প্রতিবারই আমি এই ধরণের বিনামূল্যে রক্তের গ্রুপিং এর সঙ্গে যুক্ত হই কেননা এখানে মানুষের সঙ্গে সরাসরি মেশা যায়। সকল ধরণের মানুষের সঙ্গে মেশা যায়। সবার মনের ভাব জানা যায় এবং ছোট কিংবা বড়- যাই হোক না কেনো, সবাইকে উপকার করতে পারি। উপর ওয়ালার কাছে এটাই প্রার্থনা করি যেনো সামনের দিনগুলোয় তিনি আমাদেরকে আরও বড় পরিসরে এ ধরণের প্রোগ্রাম আয়োজনের তৌফিক দান করেন। আমার মনে হয়, আমাদের সবারই উচিত স্ব স্ব এলাকায় মানূষদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া। গৌরীপুর শাখা থেকে এমন উদ্যোগ নেয়ায় আমি যারপরনাই খুশি ও অভিভূত, এই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমার সাংগঠনিক জীবনের শুরু, তাই এখানে বিভিন্ন স্মৃতি জড়িয়ে। চাই সবাইকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে যেনো কাজ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”