নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার সদর উপজেলায় ভাবখালী ইউনিয়নে সমাজসেবামূলক সংস্থা সঞ্জীবন এর শাখা স্থাপিত হয়েছে। উক্ত শাখায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাকসুদুল আলম নাইম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মোঃ আরিফুল ইসলাম রাজীব-কে। ময়মনসিংহ জেলা শাখা সঞ্জীবনের সাধারণ সম্পাদক হাসনাত মোহাম্মদ ইউসুফ উক্ত নেতৃত্বের নাম ঘোষণা করেন।
গত ০৪ সেপ্টেম্বর, ২০২০ ইং তারিখে, ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে “করোনা সংকটে রক্তদান চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। মাকসুদুল আলম নাইমের সভাপতিত্বে ও রাজীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় সঞ্জীবনের সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সঞ্জীবন, ময়মনসিংহ জেলা সঞ্জীবনের সাধারণ সম্পাদক হাসনাত মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোবারক হোসেন(ইউপি সদস্য, ৭নং ওয়ার্ড, ১২ নং ভাবখালী ইউনিয়ন পরিষদ), মোঃ গোলাম মোস্তফা সরকার(অবসরপ্রাপ্ত কর্মকর্তা,বাংলাদেশ সেনাবাহিনী), মোঃ কামাল উদ্দিন(ইউপি সদস্য, ৪নং ওয়ার্ড, ১২ নং ভাবখালী ইউনিয়ন পরিষদ), মোঃ মাহমুদুল হাসান মিন্টু(স্বেচ্ছাসেবক), মোঃ আব্দুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ বেতার) , বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান(কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে), মোঃ আব্দুল আহাদ ফরহাদ( সিনিয়র ম্যানেজার, উত্তরা গ্রুপ), মোঃ শাহিনুর রহমান সাগর(কর্মকর্তা,কমিউনিটী বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ)।
উক্ত অনুষ্ঠানে বক্তাগণ ইউনিয়ন পর্যায়ে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরীর ব্যাপারে আলোকপাত করেন। গ্রামের প্রত্যেক সামর্থ্যবান সদস্যের প্রতি রক্তদানের আহ্বান রাখেন সঞ্জীবন নেতৃত্ববৃন্দ।
অনুষ্ঠান শেষে ভাবখালী শাখায় রক্তদান সহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কমিটি প্রণয়ন করা হয়। উক্ত কমিটিতে নাইমকে সভাপতি এবং রাজীবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সভাপতির দায়িত্ব নিয়ে নাইম বলেন,
“আমার গ্রাম শহর থেকে অনেকটাই ভেতরে। আমাদের ইউনিয়নও অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত। তাই এই এলাকার মানুষজন শহরমুখীও হন কম। কিন্তু গ্রামে প্রায়ই আমাদের নানা ধরণের প্রাকৃতিক প্রয়োজনের সম্মুখীন হতে হয়। সেটার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান। প্রায়ই রক্তের প্রয়োজন হয়। অন্যান্য সামাজিক দায়বদ্ধতা তো রয়েছেই! সে চিন্তা থেকেই মূলত বন্ধু ফাহিমের সঙ্গে শেয়ার করা সব বিষয়। এরপরই সঞ্জীবন নেতৃবৃন্দের আগমন ঘটে আমার ইউনিয়নে এবং নতুন কমিটি গঠনের জন্য আমি বন্ধু ফাহিম, হৃদয় এবং ইউসুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিয়নের সকলকে যারা আমার আজকের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ইনশাআল্লাহ ভাবখালী ইউনিয়নের পক্ষ হতে আমরা দারুণ কিছু উপহার দেবো সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”