নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় সঞ্জীবনের নতুন শাখা কমিটি স্থাপিত হয়েছে। বিগত ২৯ আগস্ট, ২০১৯ ইং তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল ও সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ নতুন এ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসমা জান্নাত মনি। উল্লেখ্য, তিনি সঞ্জীবনের যেকোনো শাখা বিচারে দ্বিতীয় নারী সাধারণ সম্পাদক।
মৌলভীবাজারে শাখা স্থাপন প্রসঙ্গে সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় বলেন,
“সংগঠনের ভিত্তি সর্বস্তরে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই আমাদের শাখা ভিত্তিক এ আয়োজন। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই সমগ্র বাংলাদেশ কভার করতে সক্ষম হবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মৌলভীবাজার কমিটির সবার জন্যে থাকবে সার্বিক সহযোগিতা ও সমর্থন।”