নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংরক্ষণ ও সমাজকল্যাণ বিষয়ক সংগঠন সঞ্জীবনের গৌরীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল আলম। ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী এ উপজেলায় এটি সঞ্জীবনের তৃতীয় কমিটি। ২৭ আগস্ট, ২০১৯ ইং ময়মনসিংহ জেলা শাখা সভাপতি গোবিন্দ মোদক এবং সাধারণ সম্পাদক আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ইয়াসিন আরাফাত বলেন,
“নতুন দায়িত্ব, নতুন জানার সম্ভাবনা, নতুন করে সবার সঙ্গে সাংগঠনিক পরিচয়ে পরিচিত হওয়া, সবই রোমাঞ্চকর ব্যাপার। সংগঠনের যেকোনো ইউনিটেরই সভাপতিত্ব করাটা নিশ্চয়ই অনেক কঠিন একটি ব্যাপার হবে। চেষ্টা করবো যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাকে এই গুরুদায়িত্ব অর্পন করা হয়েছে, তা যথাযথভাবে পালন করার।”
নতুন এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আশরাফুল আলম বলেন,
“আমাকে এ পদে মনোনিত করায় প্রথমেই সংগঠনকে ধন্যবাদ। যথাসম্ভব চেষ্টা করবো নিজের পরিধির ভেতর থেকে যত বেশি সম্ভব কাজ বাস্তবায়ন করার এবং মানুষের কল্যাণে পাশে থাকার।”
উল্লেখ্য, সংগঠনের ময়মনসিংহ জেলা শাখা সভাপতি গোবিন্দ মোদকের নিজ উপজেলা গৌরীপুর এবং এটিই সঞ্জীবনের প্রথম তৃণমূল শাখা। গোবিন্দ মোদক এ ব্যাপারে বলেন,
“আমি সবসময়ই আমার সংগঠনের জন্যে সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছি। সে প্রেক্ষিতেই এবার নিয়ে তৃতীয়বারের মতো নিজ উপজেলায় কমিটি গঠনে সক্ষম হয়েছি। সবাই এখন আমাদেরকে ভালোভাবে সমর্থন ও সহযোগীতা করছেন। সবার ভালোবাসা নিয়ে আমরা একদিন দেশের সকল প্রান্তে পৌছাবোই।”