নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংরক্ষণ ও সমাজকল্যাণ বিষয়ক সংগঠন সঞ্জীবনের নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ তরফদার। ২৭ আগস্ট, ২০১৯ ইং, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল এবং সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে মোঃ আরমান হোসেন বলেন,
“মানুষের কল্যাণে কাজ করার যে ব্রত আমরা শিক্ষাক্ষেত্রে পাই তা সমাজে বাস্তবে প্রয়োগ করার একটি মঞ্চ সঞ্জীবন। তাই আশা করি সঞ্জীবনের হয়ে সমাজের সর্বস্তরের সকলের কল্যাণে অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ এবং সর্বোপরি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো।”
নতুন এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মাসুম বিল্লাহ তরফদার বলেন,
“কৃতজ্ঞতা মহান আল্লাহ তাআ’লার প্রতি এবং ধন্যবাদ কেন্দ্রীয় পরিষদকে আমাকে এই গুরু দ্বায়িত্ব দেওয়ার জন্য। একই সাথে বলতে চাই সঞ্জীবন নিঃসন্দেহে আমাদের এলাকায় নতুন আশার আলো দেখাবে। মানবতার এ মহান ডাকে সাড়া দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”