নিজস্ব প্রতিবেদক : সঞ্জীবন, চীন শাখার কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। ১৩ আগস্ট, ২০১৯ ইং (মঙ্গলবার) সঞ্জীবন এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঊনিশ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির অনুমোদন করেন সঞ্জীবন, চীন এর কান্ট্রি কো-অর্ডিনেটর হাসনাত আহম্মেদ হিমেল এবং জয়েন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর আশির মনসুর তালুকদার। এর আগে বিগত ১৬ মার্চ, ২০১৯ ইং হিমেল এবং মনসুরকে পূর্বোল্লিখিত দায়িত্ব প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। উল্লেখ্য, চীনে কমিটি গঠনের মাধ্যমেই প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে পা রাখলো সঞ্জীবন।
সঞ্জীবন, চীন শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নরূপঃ