মানিকগঞ্জ প্রতিনিধি: “ডেঙ্গু : ভীতি নয়, চাই প্রতিরোধ ” শীর্ষক স্লোগান নিয়ে গত ০৬ আগস্ট, ২০১৯ ইং (মঙ্গলবার) মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অনুষ্ঠিত হলো সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের ডেঙ্গুর উপর সচেতনতামূলক ক্যাম্পেইন। সিংগাইর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত “সিংগাইর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” এবং “সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়” – স্কুল দুটোতে ক্যাম্পেইন করে সঞ্জীবনের প্রতিনিধি দল।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল, সঞ্জীবন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের চীফ ইনস্ট্রাক্টর সুদীপ্ত রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা আফরিন সিথি এবং গণসংযোগ সম্পাদক নাফিস আহমেদ। সচেতনতামূলক এই ক্যাম্পেইনের শেষে দুটো স্কুলেই ডেঙ্গুর উপর সচেতনতার অংশ হিসেবে কুইজের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
উক্ত অনুষ্ঠান শেষে সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের গণসংযোগ সম্পাদক নাফিস আহমেদ দৈনিক নবযুগকে বলেন,
“আমরা এখানে এসেছিলাম মূলত বাচ্চাদের মাঝে সচেতনতা গড়ে তুলতে এবং তারা যেনো তাঁদের পরিবার অবধি সে বার্তা পৌছে দেয় এবং সর্বোপরি সমাজের উপকারে আসে সে বার্তা। এখানে এসে খুব ভালো লাগছে। কুইজ প্রতিযোগীতার সময় বাচ্চাদের অংশগ্রহণ ছিলো খুবই স্বতঃস্ফূর্ত। আমরা খুশি, আমরা সামনে ইনশাআল্লাহ আরও বিভিন্ন স্থানে এ ধরণের ক্যাম্পের আয়োজন করবো।”
সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা আফরিন সিথি এ সম্পর্কে বলেন,
“এ ধরণের ক্যাম্পেইনে এবারই প্রথম আসা হয়েছে। ভালো লাগছে অনেক এখানে এসে। বাচ্চাদের রেস্পন্স দেখার পর আমরা আরও অভিভূত। ইচ্ছে আছে সামনেও এ ধরণের ক্যাম্পেইন নিয়মিত আয়োজনের।”