নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে এসে প্রথমবারের মতো সংগঠনের সদস্যদের জন্য “সঞ্জীবন সম্মাননা পদক” ঘোষণা করলো সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। গত ৩১ মে, ২০২০ ইং, রবিবার, সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে “সঞ্জীবন সম্মাননা পদক – ২০২০” শিরোনামে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
উক্ত প্রকাশিত তালিকায় সংগঠন সংশ্লিষ্ট ও সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা রাখা ১৬ জন এবং ২ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে “সঞ্জীবন সম্মাননা পদক – ২০২০” এ ভূষিত করা হয়েছে। প্রকাশিত ক্যাটাগরি গুলোর মাঝে রয়েছে, সমাজের কল্যাণে ও মানবতার উন্নতিতে ভূমিকা রাখা অগ্রজ গুণীজনদের জন্য আজীবন সম্মাননা, সংগঠনের সকল শাখার সবচেয়ে সেরা সদস্যের জন্য প্রেসিডেনশিয়াল এওয়ার্ড, সংগঠনের সেরা নেতৃত্ব, সংগঠনে অবদান রেখে চলাদের জন্য সেরা ভলান্টিয়ার সম্মান।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল বলেন,
“আমাদের সংগঠনের ইতোমধ্যকার সকল কার্যক্রমের মূলে রয়েছেন আমাদের সম্মানিত ভলান্টিয়ার সদস্যগণ এবং আমাদের শুভাকাঙ্ক্ষীগণ। তাঁদেরকে সম্মান জানানোর জন্যে, তাঁদের কার্যক্রমকে সম্মান জানানোর জন্যেই আমাদের সঞ্জীবন সম্মাননা পদক-২০২০ প্রণয়ন। একই সঙ্গে আমাদের সমাজের নানা স্তরেই অসংখ্য গুণী মানুষ রয়েছেন, যারা নানাভাবে সমাজের উন্নতি সাধনে পরিশ্রম করে চলেছেন, কাজ করে চলেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের মধ্যে কয়েকজনকে সম্মান দিতে। আমরা আশা করি সামনের বছর থেকে আরও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় এই কার্যক্রম পরিচালনা করতে পারবো।”
“সঞ্জীবন সম্মাননা পদক – ২০২০” প্রাপ্তদের মাঝে, আজীবন সম্মাননায় রয়েছেন, বঙ্গবন্ধু শিশু একাডেমী, ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন (সমাজসেবা), সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (অব.) হাজেরা খাতুন (শিক্ষা), ফুলবাড়িয়ার আছিম ইউনিয়নস্থ গ্রাম পাঠাগার জঙ্গলবাড়ী বাতিঘর (সমাজগঠন), বঙ্গবন্ধু শিশু একাডেমীর সম্মানিত সাধারণ সম্পাদক কবি শরীফুল ইসলাম সরকার (সাহিত্য) এবং ময়মনসিংহ প্রধান ডাকঘরে কর্মরত রাজিয়া বেগম (সমাজসেবা)।
২০১৯-২০ সাংগঠনিক বর্ষে গোটা সংগঠনের সেরা সদস্য হিসেবে প্রেসিডেনশিয়াল এওয়ার্ডে ভূষিত হয়েছেন, সঞ্জীবনের চীন শাখার জয়েন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর অশির মনসুর তালুকদার।
বিগত সাংগঠনিক বর্ষে সেরা সাংগঠনিক নেতৃত্বের ক্যাটাগরিতে জেলা পর্যায়ের সেরা সাংগঠনিক নির্বাচিত হয়েছেন, ময়মনসিংহ জেলা সঞ্জীবনের সভাপতি গোবিন্দ মোদক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার সভাপতি নাজমুল হুদা অর্ক এবং উপজেলা পর্যায়ের সেরা নেতৃত্ব নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত ও ত্রিশাল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাকিল।
আন্তর্জাতিক পর্যায়ে সেরা এম্বাসেডর নির্বাচিত হয়েছেন চীন শাখার জয়েন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর অশির মনসুর তালুকদার।
সেরা ভলান্টিয়ারর ক্যাটাগরিতে, স্বাস্থ্য ও সেবা বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন সঞ্জীবন, স্বাস্থ্য ও সেবা প্রকল্পের প্রধান দৌলত আহম্মেদ শাকিল। অনুদান বিভাগে সেরা হয়েছেন, সঞ্জীবন, চীন শাখা; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া রহমান, চীনের হারবিন মেডিকেল কলেজ এর শিক্ষার্থী ইশরাত জাহান নিশি। গ্রাফিক্স এন্ড ডিজাইন বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন, সঞ্জীবনের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের চীফ ইনস্ট্রাক্টর সুদীপ্ত রায়।
উপস্থিতি ক্ষেত্রে সেরা ভলান্টিয়ার নির্বাচিত হয়েছেন সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ সভাপতি ফারজানা ইসলাম এবং ত্রিশাল উপজেলা শাখার বর্তমান সভাপতি রুবায়েত হোসাইন রুসাত।
আরও পড়ুন, ‘সঞ্জীবন সম্মাননা পদক-২০২০’ পেলেন যাঁরা,