নিজস্ব প্রতিবেদক: সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার আওতাধীন গৌরীপুর উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আগের কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আগের কমিটির সহ সভাপতি তুহিন চৌধুরী। উক্ত কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ চৌধুরী।
২৪ মে, ২০২০ এক ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গোবিন্দ মোদক ও সাধারণ সম্পাদক হাসনাত মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ প্রসঙ্গে গোবিন্দ মোদক জানান,
“গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবেই আমার সাংগঠনিক জীবনের শুরু এবং বর্তমান পর্যায়ে আসা। গৌরীপুর আমার নিজের এলাকা এবং এখানে এখনও অবধি সঞ্জীবনের অসংখ্য কাজ হয়েছে। আমরা আশা করি নতুন নেতৃত্ব বিগত সময়ের কাজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং কার্যক্রমকে নতুন মাত্রা দান করবে।”
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলার পক্ষ হতে উপজেলার সঙ্গে সর্বোচ্চ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে বলেও জানান তিনি।