নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। গত ২৬ জুলাই, ২০১৯ ইং তারিখে (শুক্রবার) সঞ্জীবন এর উদ্যোগে সরিষাবাড়ি উপজেলার মহাদান এবং ডোয়াইল ইউনিয়ন দুটোতে প্রায় আড়াইশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল দৈনিক নবযুগকে জানান,
“বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে এসে আমি গভীরভাবে উপলব্ধি করতে পারছি এ অঞ্চলের মানুষগুলো কতোটা অসহায় এবং কষ্টে দিন যাপন করছে। সবচেয়ে বিদ্ধ করেছে যে বিষয়টি, এখানে স্থানীয় নেতৃত্বের অনেকেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, ফলে যারা ত্রাণ পাচ্ছে, তারাই পাচ্ছে। অন্যদিকে যারা ত্রাণ বঞ্চিত হচ্ছে, তারা কোনোভাবেই ত্রাণের টিকিটাও পাচ্ছেন না! আমরা চেষ্টা করেছি যথাসম্ভব স্বচ্ছতার সঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে। তবে আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রযন্ত্র এ ব্যাপারে যথেষ্ট সচেতন না কিংবা মনোনিবেশে ঘাটতি রয়েছে। আশা করি শীঘ্রই এ ব্যাপারে সবার শুভ বুদ্ধির উদয় হবে।” \
ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সফলতা সম্পর্কে বলতে গিয়ে সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় বলেন,
“বন্যার্তদের কষ্ট দেখে আমার চোখে পানি চলে এসেছে। সম্ভব হলে আমি এদের সবাইকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতাম। সরকারের উচিত এ দিকটায় আরও গভীরভাবে মনোনিবেশ করা। আমরা চাই দেশের সব অঞ্চলের মানুষই সুখে থাকুক। দু বেলা ভরপেট খেতে পারুক। বন্যা একটি অভিশাপ, কিন্তু এটিকে মেনে নিয়েই আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। তাই আমি আশা করি সুশীল সমাজ এবং সমাজের নেতৃস্থানীয় সকলে বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য সম্ভাব্য সর্বোচ্চটুকু করবেন।”