নিজস্ব প্রতিবেদক: যাকাত ফান্ডে সংগৃহীত অর্থে ময়মনসিংহের ত্রিশালে এক মহিলাকে সেলাই মেশিন দান করার পর এবার টাঙ্গাইলের ধনবাড়িতে একটি এতিম খানায় এতিম বাচ্চাদের মাঝে ঈদসামগ্রী উপহার দিলো সঞ্জীবন। বিগত ১৪ মে, ২০২০ ইং তারিখে ধনবাড়ির যদুনাথপুর সকাল বাজারে অবস্থিত দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য ঈদ উপহার ক্রয় করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে একটি উল্লেখযোগ্য পরিমাণে অনুদান দেয় সঞ্জীবন। সঞ্জীবন এর অন্যতম পরিচালক নুসরাত রহমান মীম মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট উক্ত অর্থ হস্তান্তর করেন।
এ প্রসঙ্গে সঞ্জীবন শিক্ষা দপ্তরের পরিচালক নুসরাত রহমান মীম বলেন,
“আমরা যাকাত ফান্ডের অর্থে ইতোমধ্যে একজনকে স্বচ্ছল হবার পথে কিছুটা হলেও সহায়তা করেছি সেলাই মেশিন দানের মাধ্যমে। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই অর্থ কষ্ট এবং খাদ্য কষ্টে ভুগছে। এমতাবস্থায় এই এতিমদের জন্য কিছু করতে পেরে সংগঠন হিসেবে আমরা আনন্দিত এবং তৃপ্ত। এতিমখানার শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেয়াতে আমাদের ঈদ আনন্দও দ্বিগুণ হয়ে যাবে। আশা করি উপহার দেয়া অর্থ শিশুদের মুখে হাসি ফোটাতে একটু হলেও কাজে আসবে। পাশাপাশি আমরা চেষ্টা করেছি অসহায়দের মাঝে যথাসম্ভব খাদ্য সামগ্রী বিতরন করতে। এই লকডাউনের পরিস্থিতিতে তাঁদের প্রত্যেকেই অসহায় দিন যাপন করছে। এমতাবস্থায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অসহায়দের কল্যাণে খাদ্যসামগ্রী বিতরণ করতে।”
এছাড়াও নুসরাত রহমান মীমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এলাকায় সঞ্জীবনের পক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
রমজানের অবশিষ্ট দিনগুলোতেও সঞ্জীবনের পক্ষে এই দান কার্য চলমান থাকবে বলে জানা গিয়েছে।