নিজস্ব প্রতিবেদক: “অস্বচ্ছলদের সাহায্যে রমজান-২০২০” শিরোনামে গত ২৪ মার্চ, ২০২০ ইং তারিখ, সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের উদ্যোগে যাকাত ফান্ড গঠনের ঘোষণা দেয়া হয়। উক্ত ঘোষণার প্রায় ২০ দিন পর, ১৪ মে, ২০২০ (বৃহস্পতিবার) যাকাত ফান্ডে সংগ্রহকৃত অর্থে অসহায়দের সহায়তা শুরু করলো সঞ্জীবন।
কার্যক্রমের প্রথমদিনে ত্রিশাল উপজেলায় সঞ্জীবন এর পক্ষ থেকে একজন মহিলাকে সেলাই মেশিন দান করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডলের পিতা জনাব আব্দুর রাজ্জাক সেলাই মেশিনটি মহিলার হাতে হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসনাত মোহাম্মদ ইউসুফ এবং সঞ্জীবন, ত্রিশাল উপজেলার সহ সভাপতি রোবায়েত হুসাইন রুসাত এবং পোড়াবাড়ি হেল্পলাইন কমিউনিটির প্রতিষ্ঠাতা শুভ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল বলেন,
“আমরা যাকাত ফান্ডে বেশ উল্লেখযোগ্য পরিমাণে অনুদান পেয়েছি। প্রতিটি অর্থই খুব বুঝেশুনে ব্যয় করা হবে। সেলাই মেশিন প্রদানের মাধ্যমে আমরা একটি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সামান্য অবদান রাখতে চেয়েছি। আশা করি মহান আল্লাহ আমাদের এই ছোট্ট উদ্যোগটি কবুল ও মঞ্জুর করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
রমজানের অবশিষ্ট দিনগুলোতে দরিদ্রদের সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ, এতিমখানায় দান সহ সকল কার্যক্রম চলবে বলে এ সময় জানান তিনি।