নিজস্ব প্রতিবেদক: সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের ময়মনসিংহ জেলা শাখায় নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে টানা তৃতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি গোবিন্দ মোদক এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ময়মনসিংহ মহানগর কমিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হাসনাত মোহাম্মদ ইউসুফ। ১১ মে, ২০২০ সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল ও সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা শাখার নতুন কমিটি প্রণয়নের ব্যাপারে বলা হয়।
গোবিন্দ মোদক সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন কমিটির সহ প্রচার সম্পাদক এবং পরবর্তীতে গৌররীপুর উপজেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এরপর তিনি জেলা শাখার দায়িত্ব নেন। অন্যদিকে হাসনাত মোহাম্মদ ইউসুফ সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন কমিটির সহ সম্পাদক, পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সঞ্জীবনের আহ্বায়ক এবং ময়মনসিংহ মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল বলেন,
“গোবিন্দ সঞ্জীবনের সবচেয়ে অভিজ্ঞ সৈনিকদের একজন। খুব সুচারু ভাবে এখনও অবধি সকল কার্যাবলী সম্পন্ন করে এসেছে। বিদ্যমান করোনা পরিস্থিতিতেও সে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। একজন দক্ষ সাংগঠনিক সে। অন্যদিকে ইউসুফ প্রথমদিন থেকেই আমাদের সঙ্গে রয়েছে। দক্ষ সাংগঠনিকের পাশাপাশি একজন সুবক্তা হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। আশা করি দুজনের মেলবন্ধনে আমাদের সবচেয়ে সুসংগঠিত ইউনিটটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলা হবে এবং পূর্বের চেয়েও গোছানো কাজ করা হবে।”