নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান মহামারী পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকতে দেশের বিভিন্ন স্থানে ধাপে ধাপে কাজ চালিয়ে যাচ্ছে সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। তাঁরই ধারাবাহিকতায় এবার দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী দান করতে যাচ্ছে সঞ্জীবন।
বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, জীবানুনাশক স্প্রে করার পর চলতি সপ্তাহেই স্ব-গৃহে বৃক্ষ রোপণ অভিযানও চালায় সংগঠনটি। আর এই কার্যক্রমে সবচেয়ে এগিয়ে রয়েছে সঞ্জীবনের গৌরীপুর উপজেলা ইউনিট। সদ্য বিলুপ্ত ময়মনসিংহ জেলা সঞ্জীবন কমিটির সাবেক সভাপতি গোবিন্দ মোদকের নেতৃত্বে সেখানে নানা ধরণের কার্যক্রম পরিচালনা করছে সঞ্জীবন। এরই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট উপজেলার শ্যামগঞ্জে এবার ইফতার সামগ্রী বিতরণ করতে যাচ্ছে সঞ্জীবন।
তবে এই কাজে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ময়মনসিংহ জেলা সঞ্জীবনের সদ্য সাবেক কমিটির উপদেষ্টা, ময়মনসিংহ শহরের মেছুয়া বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ। তিনি এই কার্যক্রমে তাঁর নিজস্ব তহবিল থেকে বেশ উল্লেখযোগ্য পরিমাণে আলু এবং পেয়াজ দান করেছেন। তাঁর এই মহতি কাজের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম আরও বেগবান হয়েছে বলে জানান সঞ্জীবনের সদ্য সাবেক কমিটির কোষাধ্যক্ষ টিপু সুলতান।
চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে জনাব মাসুদ বলেন,
“যেকোনো সৎ উপায়েই মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করাই মানবধর্ম। তাঁরই অংশ হিসেবে দশ ও দেশের এই ক্রান্তিলগ্নে আমি চেয়েছি নিজ অবস্থান থেকে মানুষের পাশে থাকতে। সঞ্জীবনের মাধ্যমে এই কাজটি করতে পেরে আমিও যারপরনাই আনন্দিত। দিনশেষে মানুষের উপকারে আসতে পারাটাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। সমাজের বিত্তবানেরাও যেনো নিজ নিজ অবস্থান থেকে দান কার্যক্রমে এগিয়ে আসেন, সে আহ্বান জানাই। সবাই আমরা একে অন্যের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করি। সবাই আমার এবং আমার পরিবারের জন্যেও দোয়া করবেন।”