নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান লকডাউন পরিস্থিতিতে দেশের সকল স্তরের প্রায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় ঘরে আটকে পড়া সকল সদস্যের উদ্দেশ্য নিজ গৃহেই গাছ রোপন করার আহ্বান জানিয়েছিলো সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। বিগত ২৬ এপ্রিল সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আহ্বানে সকল শাখার সকল সদস্যের উদ্দেশ্যে বৃক্ষরোপণ অভিযানের উদ্যোগ নিতে বলা হয়। উক্ত আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ গৃহে গাছের চারা রোপণ করে তা পোস্ট করতে দেখা গিয়েছে সঞ্জীবনের বিভিন্ন শাখার নেতৃত্ব এবং শুভাকাঙ্ক্ষীগণকে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পরিচালক নুসরাত রহমান মীম বলেন,
“সবাই আমরা যেহেতু নিজ গৃহে অন্তরীণ হয়েই রয়েছি, তাই আমরা চেয়েছিলাম আমাদের কার্যক্রমও যেনো স্থবির না হয়ে পড়ে, পাশাপাশি অনুকরণীয় একটি দৃষ্টান্ত স্থাপন করতে। আলহামদুলিল্লাহ আমাদের সকল সম্মানিত সদস্য আমাদের ডাকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। দেশের বিভিন্ন এলাকা যেমন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, জামালপুর, নেত্রকোনা, কুমিল্লা, টাঙ্গাইল সহ নানান জায়গা থেকে সদস্যগণ তাঁদের নিজ গৃহে অন্তত একটি করে চারা রোপন করেছেন এবং তা আমাদের প্রেরণ করেছেন। তাই আমরা অত্যন্ত খুশি। ইনশাআল্লাহ এ ধরণের আরও কার্যক্রম নিয়ে আমরা সামনেও এগিয়ে যাবো পূর্ণ উদ্যমে।”