০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফোন দিলেই ঘরে খাবার পৌছে দিচ্ছেন সঞ্জীবনের গোবিন্দ মোদক

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দিয়ে। যতো সময় গড়াচ্ছে মৃত্যুর মিছিলও বাড়ছে। এই সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।

দেশের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণেরাই এগিয়ে আসছেন। তাঁরা রুনিজের জীবনের মায়া ত্যাগ করে এগিয়ে আসছেন মানুষের সহায়তা করতে। তাদেরই একজন সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গোবিন্দ মোদক। করোনা সংকটের শুরু থেকেই তিনি নিজ এলাকায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ থেকে শু করে জীবানু নাশক স্প্রে – সবই করেছেন। দিনকে দিন বাইরের পরিবেশ নাজুক হওয়ায় বর্তমানে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেয়া আরম্ভ করেছেন।

এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাইলে গোবিন্দ বলেন,

“আসলে আমি একা বললেও ব্যাপারটি ভুল হবে। আমার সংগঠনের সদস্যগণ সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। আমার পরিবারের মানুষ, যাদের উৎসাহ ছাড়া এ কাজ সম্ভব ছিলো না, তাঁরা অকুন্ঠ সহায়তা করছেন। সর্বোপরি আমরা সবাই মিলেই মানুষের পাশে রয়েছি। আমরা ইতোমধ্যে অনেকের ফোন পেয়েছি এবং খাবার পৌছে দেয়ার চেষ্টা করছি। সঙ্গত কারণেই তাঁদের পরিচয় আমরা প্রকাশ করছি না। সবাই দোয়া করবেন যেনো শেষ পর্যন্ত আমরা এই পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারি।”

ট্যাগ:

ফোন দিলেই ঘরে খাবার পৌছে দিচ্ছেন সঞ্জীবনের গোবিন্দ মোদক

প্রকাশ: ০২:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দিয়ে। যতো সময় গড়াচ্ছে মৃত্যুর মিছিলও বাড়ছে। এই সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।

দেশের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণেরাই এগিয়ে আসছেন। তাঁরা রুনিজের জীবনের মায়া ত্যাগ করে এগিয়ে আসছেন মানুষের সহায়তা করতে। তাদেরই একজন সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গোবিন্দ মোদক। করোনা সংকটের শুরু থেকেই তিনি নিজ এলাকায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ থেকে শু করে জীবানু নাশক স্প্রে – সবই করেছেন। দিনকে দিন বাইরের পরিবেশ নাজুক হওয়ায় বর্তমানে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দেয়া আরম্ভ করেছেন।

এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাইলে গোবিন্দ বলেন,

“আসলে আমি একা বললেও ব্যাপারটি ভুল হবে। আমার সংগঠনের সদস্যগণ সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। আমার পরিবারের মানুষ, যাদের উৎসাহ ছাড়া এ কাজ সম্ভব ছিলো না, তাঁরা অকুন্ঠ সহায়তা করছেন। সর্বোপরি আমরা সবাই মিলেই মানুষের পাশে রয়েছি। আমরা ইতোমধ্যে অনেকের ফোন পেয়েছি এবং খাবার পৌছে দেয়ার চেষ্টা করছি। সঙ্গত কারণেই তাঁদের পরিচয় আমরা প্রকাশ করছি না। সবাই দোয়া করবেন যেনো শেষ পর্যন্ত আমরা এই পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারি।”