নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সহায়তায় কার্যক্রম অব্যহত রেখেছে সঞ্জীবন। সঞ্জীবনের পক্ষে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ ও জীবানুনাশক স্প্রে করার পর দ্বিতীয় দফায় ত্রাণ নিয়ে প্রস্তুত রয়েছে সংগঠনটি। ময়মনসিংহ জেলা সঞ্জীবন সভাপতি গোবিন্দ মোদকের নেতৃত্বে উক্ত কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,
“সাংগঠনিক প্ল্যাটফর্ম এবং পরিবার থেকে অফুরন্ত সাপোর্ট, দুটোকে কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি অক্লান্তভাবে। আমার কয়েকজন বন্ধু, সহযোগি, ছোট ভাই কিংবা শুভকাঙ্ক্ষী রয়েছেন যারা নিয়মিতভাবে সাহস, সমর্থন এবং সহায়তা করছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই কাজ আমরা চালিয়ে যাবো। সকলের আশীর্বাদ কামনা করি যেনো ভবিষ্যতেও এই কর্মকান্ড পরিচালনা করে যেতে পারি।”