০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে করোনা প্রতিরোধে লাল বাহিনী

গোবিন্দ মোদক: দেশে বিদ্যমান লকডাউন পরিস্থিতিতে মানুষের দ্বারে সেবা পৌছে দিতে এবং করোনা প্রতিরোধে সঞ্জীবন, গৌরীপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা গোবিন্দ বণিকের উদ্যোগে সেখানে লালবাহিনী নামে একটি স্বেচ্ছাসেবী দল প্রতিষ্ঠা করা হয়েছে। দলটি প্রতিনিয়ত সংশ্লিষ্ট এলাকায় জীবানুনাশক স্প্রে করে যাচ্ছে, পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা তৈরীতেও রাখছে ভূমিকা। জানা গিয়েছে স্বেচ্ছাসেবী দলের সবার নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক ও গৌরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিশ্বকে নাড়িয়ে দেয়া করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর কোলে পতিত হচ্ছে হাজারো মানুষ। বাংলাদেশও পিছিয়ে নেই এই মৃত্যুর মিছিলে। দেশে আক্রান্তের সংখ্যা তিন হাজারের উপর এবং মৃত্যু শতাধিক। এমন জটিল পরিস্থিতিতে দেশের প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ারগণ। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ নিলেন গৌরীপুরের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে সঞ্জীবন, গৌরিপুর উপজেলা শাখার এ উপদেষ্টা বলেন-

“দেশের একজন সচেতন নাগরিক, শিক্ষক, সাংগঠনিক ব্যাক্তি হিসেবে নিজ দায়িত্ব জ্ঞান থেকেই উক্ত কার্যক্রমটি সমাধা করছি। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সকলেরই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সবার পাশে দাঁড়ানো উচিত। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি সেসকল ভলান্টিয়ার ও ব্যাক্তিবর্গের প্রতি, যারা আমার উদ্যোগ বাস্তবায়নে সার্বক্ষণিক আর্থিক, মানসিক ভাবে সাহায্য করে যাচ্ছেন। পরিশেষে এটাই বলতে চাই, সবাই ঘরে থাকুন, আমরা আপনাদের জন্য বাইরে আছি।”

 

ট্যাগ:

শ্যামগঞ্জে করোনা প্রতিরোধে লাল বাহিনী

প্রকাশ: ০৪:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

গোবিন্দ মোদক: দেশে বিদ্যমান লকডাউন পরিস্থিতিতে মানুষের দ্বারে সেবা পৌছে দিতে এবং করোনা প্রতিরোধে সঞ্জীবন, গৌরীপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা গোবিন্দ বণিকের উদ্যোগে সেখানে লালবাহিনী নামে একটি স্বেচ্ছাসেবী দল প্রতিষ্ঠা করা হয়েছে। দলটি প্রতিনিয়ত সংশ্লিষ্ট এলাকায় জীবানুনাশক স্প্রে করে যাচ্ছে, পাশাপাশি স্থানীয়ভাবে সচেতনতা তৈরীতেও রাখছে ভূমিকা। জানা গিয়েছে স্বেচ্ছাসেবী দলের সবার নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক ও গৌরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিশ্বকে নাড়িয়ে দেয়া করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর কোলে পতিত হচ্ছে হাজারো মানুষ। বাংলাদেশও পিছিয়ে নেই এই মৃত্যুর মিছিলে। দেশে আক্রান্তের সংখ্যা তিন হাজারের উপর এবং মৃত্যু শতাধিক। এমন জটিল পরিস্থিতিতে দেশের প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ারগণ। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ নিলেন গৌরীপুরের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে সঞ্জীবন, গৌরিপুর উপজেলা শাখার এ উপদেষ্টা বলেন-

“দেশের একজন সচেতন নাগরিক, শিক্ষক, সাংগঠনিক ব্যাক্তি হিসেবে নিজ দায়িত্ব জ্ঞান থেকেই উক্ত কার্যক্রমটি সমাধা করছি। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সকলেরই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সবার পাশে দাঁড়ানো উচিত। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি সেসকল ভলান্টিয়ার ও ব্যাক্তিবর্গের প্রতি, যারা আমার উদ্যোগ বাস্তবায়নে সার্বক্ষণিক আর্থিক, মানসিক ভাবে সাহায্য করে যাচ্ছেন। পরিশেষে এটাই বলতে চাই, সবাই ঘরে থাকুন, আমরা আপনাদের জন্য বাইরে আছি।”