০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হালুয়াঘাটে সঞ্জীবন ও স্থানীয় তরুণদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের পক্ষে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। তাঁরই ধারাবাহিকতায়  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামে সঞ্জীবন ও গ্রামের তরুন সমাজের উদ্যোগে এবং গ্রামের বিত্তবানদের সহযোগিতায় বিগত ১৫ এপ্রিল তারিখে প্রায় ত্রিশোর্ধ্ব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রেরণ করা হয়।

উক্ত কার্যক্রমে সঞ্জীবনের পক্ষে সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি ফারজানা রহমান দৈনিক নবযুগকে বলেন,

“বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই আমরা স্ব স্ব গৃহে বা এলাকায় অন্তরীণ। আমাদের গ্রামের দিকে করোনার প্রকোপ এখনও ভারী না হলেও, সৃষ্ট খাদ্যাভাব প্রকট হবার পথে। সে প্রেক্ষিতেই আমরা গ্রামের সবাই মিলে  সিদ্ধান্ত নিই স্ব স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করে যাদের খাদ্যসংকট কিংবা অসহায় অবস্থায় দিনাতিপাত করছে, তাঁদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার। গ্রামের তরুণদের একটা বিরাট অংশ এখানে ঝুঁকি নিয়েও সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং গ্রামের বিত্তবানরাও এগিয়ে এসেছেন তাঁদের অবস্থান থেকে। সর্বোপরি গ্রামে একটি সৌহার্দ্যমূলক সম্পর্কের ভিত্তি প্রতিস্থাপিত হয়েছে। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ধারা হাই স্কুলের শিক্ষক সৈয়দ স্যারকে। তিনি বিশেষভাবে আমাদেরকে উৎসাহিত এবং সাহায্য করেছেন। সর্বোপরি সকলের সার্বিক সহযোগিতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণে প্রতিটি অসহায় পরিবারের মাঝে আটা, আলু, তেল, ডাল, পেয়াজ, সাবান বিতরণ করতে সক্ষম হয়েছি। আশা করি শীঘ্রই আমাদের এ অবস্থার উন্নতি হবে এবং আল্লাহ সবাইকে হেফাজত করবেন।”

ট্যাগ:

হালুয়াঘাটে সঞ্জীবন ও স্থানীয় তরুণদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ০৫:৫৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের পক্ষে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। তাঁরই ধারাবাহিকতায়  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামে সঞ্জীবন ও গ্রামের তরুন সমাজের উদ্যোগে এবং গ্রামের বিত্তবানদের সহযোগিতায় বিগত ১৫ এপ্রিল তারিখে প্রায় ত্রিশোর্ধ্ব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রেরণ করা হয়।

উক্ত কার্যক্রমে সঞ্জীবনের পক্ষে সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি ফারজানা রহমান দৈনিক নবযুগকে বলেন,

“বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই আমরা স্ব স্ব গৃহে বা এলাকায় অন্তরীণ। আমাদের গ্রামের দিকে করোনার প্রকোপ এখনও ভারী না হলেও, সৃষ্ট খাদ্যাভাব প্রকট হবার পথে। সে প্রেক্ষিতেই আমরা গ্রামের সবাই মিলে  সিদ্ধান্ত নিই স্ব স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সহায়তা করে যাদের খাদ্যসংকট কিংবা অসহায় অবস্থায় দিনাতিপাত করছে, তাঁদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার। গ্রামের তরুণদের একটা বিরাট অংশ এখানে ঝুঁকি নিয়েও সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং গ্রামের বিত্তবানরাও এগিয়ে এসেছেন তাঁদের অবস্থান থেকে। সর্বোপরি গ্রামে একটি সৌহার্দ্যমূলক সম্পর্কের ভিত্তি প্রতিস্থাপিত হয়েছে। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ধারা হাই স্কুলের শিক্ষক সৈয়দ স্যারকে। তিনি বিশেষভাবে আমাদেরকে উৎসাহিত এবং সাহায্য করেছেন। সর্বোপরি সকলের সার্বিক সহযোগিতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণে প্রতিটি অসহায় পরিবারের মাঝে আটা, আলু, তেল, ডাল, পেয়াজ, সাবান বিতরণ করতে সক্ষম হয়েছি। আশা করি শীঘ্রই আমাদের এ অবস্থার উন্নতি হবে এবং আল্লাহ সবাইকে হেফাজত করবেন।”