নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সঞ্জীবন, টাংগাইল জেলা শাখার উদ্যোগে আজ ১০ ই ফেব্রুয়ারি ২০২০ ইং মমিনপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। সবাইকে রক্তদানে আগ্রহী করে তুলতেই এমন আয়োজন করে সঞ্জীবন,টাংগাইল জেলা শাখা ।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসির স্যার। তিনি মুজিব বর্ষ উপলক্ষ্যে জাতির জনকের জীবনী তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। সভাপতিত্ব করেন সঞ্জীবন টাংগাইল জেলা শাখার উপদেষ্টা রাজীব ভদ্র (অপু)। তিনি বলেন
“আমরা প্রতিনিয়ত আমাদের ব্লাড ক্যাম্পেইন চালু রেখেছি, সাধারণ মানুষের মাঝে রক্তদানের মহান বার্তা পৌছে দেবার লক্ষ্যে এই কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে সবার মধ্যে একটি ইতিবাচক মনোভব আমরা দেখতে পেয়েছি। সবাই আমাদেরকে দোয়া করবেন।”
সঞ্জীবন টাংগাইল জেলা শাখার সভাপতি রবিন বলেন,
“আমাদের এই কার্যকম আমরা অব্যাহত রাখব। সাধারন সম্পাদক সবুজ মিয়া বলেন সমাজে অবহেলিত মানুষদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আমরা চাই আমাদের সমাজে কোন মানুষকে যেন বিনা চিকিৎসায় মৃত্যু বরন করতে না হয়।”