নিজস্ব প্রতিবেদক: কেক কাঁটার মাধ্যমে ২০২০ সালের যাবতীয় কর্মসূচির শুরু করলো সঞ্জীবন, ময়মনসিংহ মহানগর শাখা। স্থানীয় সিটি কর্পোরেশন কাউন্সিলর মহোদয়ের উপস্থিতিতে সঞ্জীবনের সকল সদস্যের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিটির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির সফল বাস্তবায়ন শেষে মহানগর শাখা সভাপতি রিফাত দৈনিক নবযুগকে বলেন,
“সঞ্জীবন আমাদের সবার আবেগের জায়গা। সেই আবেগের জায়গা থেকেই সকল সদস্যদের সাথে নিয়ে আমাদের স্থানীয় কাউন্সিলর মহোদয়, যিনি আমাদের সবসময়ই সাহয়ার্য দিয়ে পাশে থেকেছেন, তাঁর উপস্থিতিতে একটি কেক কাঁটার মাধ্যমে ২০২০ এর সকল কর্মসূচির শুভ যাত্রা আরম্ভ অনূষ্ঠানের আয়োজন করলাম। ইনশাআল্লাহ এবছর সকল কর্মসূচিতে সবার পূর্ণ অংশগ্রহণ থাকবে এবং ময়মনসিংহ মহানগর শাখা সঞ্জীবনের অর্জনের পালকে নতুন মুকুট যোগ করবে।”