নিজস্ব প্রতিবেদক: সঞ্জীবন, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে গত ১৫ জানুয়ারী, ২০১৯ ইং প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। সবাইকে রক্তদানে আগ্রহী করে তুলতেই এমন আয়োজন করে সঞ্জীবন। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীবন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গোবিন্দ মোদক। তিনি দৈনিক নবযুগকে বলেন,
“আমরা প্রতিনিয়ত আমাদের ব্লাড ক্যাম্পেইন চালু রেখেছি, সাধারণ মানুষের মাঝে রক্তদানের মহান বার্তা পৌছে দেবার লক্ষ্যে এই কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে সবার মধ্যে একটি ইতিবাচক মনোভব আমরা দেখতে পেয়েছি। সবাই আমাদেরকে দোয়া করবেন।”