নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মত ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করলো সঞ্জীবন। সঞ্জীবনের তৃণমূল শাখা ত্রিশাল উপজেলার ১০ নং মঠবাড়ি ইউনিয়নে কমিটি গঠন করার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শাখা স্থাপনের আরম্ভ করলো সংগঠনটি। মঠবাড়ি ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আব্দুল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম আবির। উক্ত ইউনিয়ন শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা সঞ্জীবনের সহ সভাপতি রুবায়েত হোসাইন রুসাত। শাখা সভাপতি হাসান এবং সম্পাদক শাকিলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে শাখা সভাপতি হাসান বলেন,
“সর্বত্র সঞ্জীবনের ভালো কাজের বাণী ছড়িয়ে দেয়া এবং তরুণদের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ বাড়াতেই আমাদের এ আয়োজন। তাই সবাইকে আমাদের জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি শীঘ্রই সবগুলো ইউনিয়নেই আমরা আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে পারবো।”
উল্লেখ্য, সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডলের নিজ এলাকা ত্রিশাল।