নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মহানগরে এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছে সঞ্জীবন। ময়মনসিংহ মহানগর শাখা সঞ্জীবনের উদ্যোগে গত ৩০ ডিসেম্বর, ২০১৯ শহরের গোহাইলকান্দিতে অবস্থিত আল-আমিন মদীনাতূল উলূম মাদ্রাসায় প্রায় একশ এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে শাখা সভাপতি রিফাত দৈনিক নবযুগ-কে বলেন,
“কেন্দ্র ঘোষিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় অন্য সকল শাখার মতো আমরা ময়মনসিংহ মহানগর শাখা সঞ্জীবন প্রায় একশর কাছাকাছি এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। শাখা সকল সদস্যদের পরিশ্রম এবং নিষ্ঠায় এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সফল হয়েছে। সামনে অন্যান্য সকল কর্মসূচিতেও আমরা অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর। আমরা আশা করি সকলেই আমাদের পাশে থেকে আমাদেরকে আর্ত মানবতার সেবায় কাজ করতে উৎসাহ দিয়ে যাবেন।”
শাখা সাধারণ সম্পাদক ইউসুফ বলেন,
“আমাদের কার্যক্রমের গতি আমরা প্রথম থেকেই ধরে রেখেছি এবং একটা নির্দিষ্ট ফ্লো-তে নিয়ে চলেছি। আমাদের লক্ষ্য নিজ নিজ সীমাবদ্ধতা কাঁটিয়ে উঠে একটি দল হিসেবে সবার মাঝে ছড়িয়ে পড়া এবং সবাইকে সঙ্গে নিয়ে নগরীর সমৃদ্ধকরণে কর্তৃপক্ষকে সহযোগিতা করা। সংগঠনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নিয়মিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
উক্ত কার্যক্রম পরিচালনার সময় সঞ্জীবন ময়মনসিংহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ত্রিশ নভেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিসেম্বর মাস ব্যাপি সংগঠনের সকল শাখায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়।