নিজস্ব প্রতিবেদকঃ বিগত ১৩ মার্চ, ২০১৯ গোবিন্দ মোদক-কে সভাপতি এবং আলী হাসান-কে সাধারণ সম্পাদক নিযুক্ত করে সঞ্জীবন, ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। মাত্র চারদিনের মাথায় উক্ত শাখা কমিটি-টি পূর্ণাঙ্গ করলেন তারা।
১৭ মার্চ, ২০১৯ ইং তারিখে জেলা শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
তালিকাটি নিম্নরূপ;
- সভাপতি: গোবিন্দ মোদক
- সহ-সভাপতি: মোঃ রাফিউল ইসলাম রাফি, ফারজানা রহমান (রিতু)
- সাধারণ সম্পাদক: আলী হাসান
- যুগ্ম সাধারণ সম্পাদক : জান্নাত আরা হেনা
- সাংগঠনিক সম্পাদক : আসিফ মাহমুদ
- সহ-সাংগঠনিক সম্পাদক : শরিফুল ইসলাম (শুভ)
- অর্থ সম্পাদক : টিপু সুলতান
- দপ্তর সম্পাদক:মোঃ কামাল মিয়া
- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক :মোঃ শায়েখ মাহমুদ
- শিক্ষা বিষয়ক সম্পাদক : মেহের আফরোজ আঁখি
- সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক :মো নূরে আলম জয়
- প্রচার সম্পাদক : আশরাফুল ইসলাম
- সহ -প্রচার সম্পাদক :সাইফুর রহমান,তানভীর মিয়া
- স্বাস্থ্য সম্পাদক : জীবন চন্দ্র বিশ্বাস
- সহ-স্বাস্থ্য সম্পাদক :ফারজানা আক্তার ত্রান
- দুর্যোগ ও সমাজকল্যাণ সম্পাদক : মিজানুর রহমান মাহবুব
- সহ-ত্রান, দুর্যোগ ও সমাজকল্যাণ সম্পাদক : মো:কায়সার
- অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক : আলী আকরাম
- কার্যকারী সদস্য :মেহেরিমা জামান, মোঃআলী হাসান, আসিফ রহমান নীল, দোলা ও ইমতিয়াজ আহমেদ সেজান