নিজস্ব প্রতিবেদকঃ টানা দ্বিতীয়বারের মত সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রথম তৃণমূল শাখা সভাপতি গোবিন্দ মোদক।
১৩ মার্চ, ২০১৯ (মঙ্গলবার) সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল ও সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বিতীয়বারের মত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়ে গোবিন্দ মোদক বলেন,
“সংগঠনের শুরু থেকেই একজন স্বপ্ন-সারথি হিসেবে সঙ্গে ছিলাম। বিগত দু বছর যাবত সংগঠনের ভিত্তি মজবুতের জন্যেই কাজ করেছি। সকলের সাহায্য সহযোগীতা নিয়ে সামনের দিনগুলোতেও এ ধারা অব্যহত রাখতে চেষ্টা করবো। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী!”
উল্লেখ্য, সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক হিসেবে জায়গা করে নেন গোবিন্দ মোদক। এরপর তৃণমূল পর্যায়ে সঞ্জীবনকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তাঁকে গৌরীপুর উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সফলতার সঙ্গে সে দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসেবে সংগঠনের এক বছর পূর্তিতে তাঁকে ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত করা হয়। কাজের ধারাবাহিক স্বীকৃতি স্বরূপ পুণরায় এ পদে নির্বাচিত করা হলো তাঁকে।