নিজস্ব প্রতিবেদকঃ সঞ্জীবন পরিচালিত নতুন প্রকল্প “স্বাস্থ্য ও সেবা” দপ্তরের “মহাব্যবস্থাপক” হিসেবে দায়িত্ব নিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বিগত দুই কমিটির সাবেক সফল স্বাস্থ্য সম্পাদক দৌলত আহম্মেদ শাকিল। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী।
১২ মার্চ, ২০১৯ (মঙ্গলবার) সঞ্জীবন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল ও সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে শাকিল বলেন,
“সঞ্জীবন পরিচালিত স্বাস্থ্য রিলেটেড সবগুলো কাজকে এশটাব্লিশ করা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আগামী এক বছরে এর আহামরি কোনো চেঞ্জ হয়তো আনা সম্ভব হবেনা। তবে দৃশ্যমান এবং গুণগত কিছু পরিবর্তন আমরা অবশ্যই নিয়ে আসবো। সবাই আমার জন্যে দোয়া করবেন। সকলের সমর্থন ও ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে যেনো কাজ করে যেতে পারি!”
উল্লেখ্য, সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে প্রথমে সদস্য ও পরে সম্পাদক হিসেবে দায়িত্ব নেন দৌলত আহম্মেদ শাকিল। এরপর বিগত দু বছরে স্বাস্থ্য সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত নতুন এই প্রকল্পের প্রধান পদে নির্বাচিত হলেন তিনি।