নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মতো সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা পর্ষদের স্থায়ী সদস্য ফাহিম আহম্মেদ মন্ডল। সঞ্জীবন পরিচালনা পর্ষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বারের মত এ দায়িত্ব নিলেন তিনি।
দ্বিতীয়বারের মত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে ফাহিম বলেন,
“আমরা বিগত সময়ে কী করেছি, না করেছি – সেসব হিসেবে না গিয়ে কী কী করতে চেয়েছি কিন্তু পারিনি এবং কেনো পারিনি তা নিয়ে পর্যালোচনা করবো শীঘ্রই এবং লব্ধ অভিজ্ঞতা থেকে ভবিষ্যত কর্মপন্থা স্থির করা হবে। আমাদের যে সকল শাখা রয়েছে, সেগুলোতেও নতুন কমিটি প্রণয়ন করা হবে। সবচেয়ে বড় কথা, সকল শাখার সকল নেতৃবৃন্দ ও কর্মীদের সমন্বয়ে আগামী এক-দেড় মাসের মধ্যে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানটি আয়োজন হবে প্রাথমিক কাজ।”
আবারও সভাপতি নির্বাচিত হয়ে কেমন লাগছে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বলেন,
“সভাপতিত্ব সবসময়ই সবচেয়ে কঠিন ব্যাপার গুলোর একটি এবং নিজের সবটুকু মেধা ও শ্রম দিয়েই একটি সংগঠনকে এগিয়ে নিতে হয়। আমি সভাপতি হিসেবে শুধু এটুকুই চাইবো যেনো সকলে আমাকে সভাপতি হবার জন্যে যে সমর্থনটুকু দিয়েছেন, সভাপতিত্ব করা কালেও যেনো একই সমর্থন ও সাহায্য পাই। ইনশাআল্লাহ সকলে পাশে থাকলে কোনো কাজই কঠিন হবেনা। আগামী এক বছরে যথাসম্ভব সঞ্জীবনকে ছড়িয়ে দেয়াই হবে আমাদের কাজ।”
উল্লেখ্য, সঞ্জীবন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল। সঞ্জীবনের মুখপাত্র সঞ্জীবন বার্তার প্রকাশক ও সম্পাদকও তিনি। সাংবিধানিক বাধ্যকতা থাকায় এক বছর সভাপতিত্ব করার পর পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে বিগত বছরে সঞ্জীবন প্রচার ও সৃজনশীল কর্মদপ্তরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সফলতার সঙ্গে সে দায়িত্ব পালন করার স্বীকৃতি স্বরূপ সর্বসম্মতিক্রমে পুনরায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি।