নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের বিভিন্ন প্রান্তে প্রায় তিন শতাধিক দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবন। আজ ০৮ ডিসেম্বর, ২০১৯, সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সমন্বয়ে এবং ময়মনসিংহ জেলা শাখা সঞ্জীবনের সহযোগীতায় উক্ত আয়োজনটি সম্পন্ন করা হয়েছে।
সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা শেষে দৈনিক নবযুগ প্রতিনিধিকে বলেন,
“আমরা গত মাসের শেষদিনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিই এবং ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বস্ত্র বিতরণ করেছি। আজ তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে দরিদ্র মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম সারা মাস ব্যাপি পরিচালিত হবে। সবাইকে আহ্বান থাকবে কার্যক্রমটি চালিয়ে নিতে আমাদেরকে সহযোগিতা অব্যহত রাখতে। আজকের অনুষ্ঠানটি সুসম্পন্ন করায় আমাদের সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”