নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের শীতপ্রবণ এলাকা রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নাম্বার ওয়ার্ডে আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সঞ্জীবন। আজ ০৬ ডিসেম্বর, শুক্রবার সঞ্জীবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শহরে প্রায় শতাধিক পরিবারের লোকেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সঞ্জীবনের সভাপতি নাজমুল হুদা অর্কের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সংশ্লিষ্ট শাখার সদস্যদের সরব উপস্থিতিতে উক্ত সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সম্পর্কে নাজমুল হুদা অর্ক দৈনিক নবযুগ-কে বলেন,
“মানুষের পাশে দাড়ানোর প্ল্যাটফর্ম হিসেবেই আমরা সঞ্জীবনের সাথে রয়েছি। ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধু-ভাই-বোনদের সহযোগীতায় আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি নির্বিঘ্নে পরিচালনা করতে পেরেছি। প্রায় দেড়শর মত পরিবারের লোকেদের মাঝে বস্ত্র বিতরণ করে এবারের কার্যক্রমটি খুব দ্রুত সম্পন্ন করা এবং সুষ্ঠুভাবে শেষ হওয়ায় শাখার সকল সদস্যদেরকে আমি সঞ্জীবনী শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সঞ্জীবন, কেন্দ্রীয় নির্বাহী পর্ষদও আমাদের এ কার্যক্রম সম্পর্কে অবগত এবং তারাও ব্যাপারটিকে খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন। আশা করি আর্ত মানবতার সেবায় আমরা বেরোবি শাখা সঞ্জীবন ভবিষ্যতে আরও মহত্তর উদ্যোগ নিতে এবং বাস্তবায়ন ঘটাতে পারবো। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”