নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের শীতপ্রবণ অঞ্চল রংপুরে শীতার্তদের কষ্ট লাঘবে সমাজসেবামূলক সংগঠন সঞ্জীবনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হবে আগামী ০৬ ডিসেম্বর, ২০১৯। সম্প্রতি সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গৃহীত হয় এবং আওতাধীন সকল শাখাতেই তা বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হয়। সে নির্দেশনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে সঞ্জীবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে শাখা সভাপতি নাজমুল হুদা অর্ক বলেন,
“কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের ক্যাম্পাস শাখায় কার্যরত শাখা সঞ্জীবনের সকল সদস্যদের সমন্বয়ে ইনশাআল্লাহ আগামী ০৬ তারিখ, শুক্রবার, রংপুর রেলওয়ে স্টেশন এরিয়া কভার করার চেষ্টা করবো। সেখানে আমাদেরকে কেউ সাহায্য করতে চাইলে আমরা সানন্দ্যে তাদেরকে শুভেচ্ছা জানাই।”