নিজস্ব প্রতিবেদক: সঞ্জীবন পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব নিলেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা, পরিচালক ও সাবেক সহ-সভাপতি, পরিচালনা পর্ষদের স্থায়ী সদস্য এসএমকে ইশতিয়াক। টানা দ্বিতীয়বারের মত এ প্রকল্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে ইশতিয়াক বলেন,
“এ বছরই সঞ্জীবনের পক্ষ থেকে রক্ত সংগ্রহের কাজে ব্যবহার করার উপযোগী একটি এপস নিয়ে আসতে চেষ্টা করছি আমরা। সে অনুসারে ডাটাও কালেক্ট করছি। পাশাপাশি এ বছর প্রযুক্তি রিলেটেড বিভিন্ন ইস্যুতে স্কুল পর্যায়ে সেমিনার আয়োজনের উদ্যোগও নিতে চলেছি আমরা। ইনশাআল্লাহ আরও বেশ কিছু চমক দেয়ার চেষ্টা থাকবে। সকলকে আমাদের সমর্থন দানের জন্য আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, সঞ্জীবনের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব নেন ইশতিয়াক। এরপর যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালনের পর সংগঠনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তিনি। সফলতার সঙ্গে সে দায়িত্ব পালন করার স্বীকৃতি স্বরূপ পুনরায় এ পদে নির্বাচিত হলেন তিনি।