এনামুল হক ছোটন: সারাদেশের ন্যায় ময়মনসিংহে গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত করোনা টিকাদান কেন্দ্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু নিজে প্রথমে টিকা নেওয়ার মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার করোনা ভ্যাকসিন ( টিকা) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত থেকে করোনা টিকা নেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. লুৎফুল হাসান, সিভিল সার্জন ডা. মসিউল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ আলম, ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মকর্তা দীপক কুমার মজুমদার, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাস, সিটি মেয়রের সহকারী মো আরিফ হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, নাইমুর রহমান সহ প্রমুখ। মসিক মেয়র করোনা টিকা নেওয়ার পর মেডিকেল কলেজের অন্যান্য বুথগুলো পরিদর্শন করেন এবং পরবর্তীতে ময়মনসিংহ সিএমএইচে স্থাপিত অপর টিকাদান কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৩ টি কেন্দ্রে মোট ১৩ টি বুথে টিকাদান কর্মসূচি শুরু হয়।
করোনা টিকা নেওয়ার পর মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, করোনা মহামারীর শুরু থেকেই আমরা ভ্যাকসিনের জন্য অধীর অপেক্ষায় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা দ্রুততম সময়ে করোনা টিকা নিতে পারছি।
Leave a Reply