মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রণয়ন করা হয়নি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের জননিরাপত্তা বিভাগ হতে ১০ হাজার ৭৮৫জন রাজাকার-আল বদর-আল শামস এবং স্বাধীনতা বিরোধীদের একটি তালিকা এ মন্ত্রণালয়ে পাঠায়। প্রাপ্ত তালিকা হুবহু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়।’
তিনি বলেন, ‘যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই তালিকা প্রস্তুত করেনি সেহেতু প্রশ্ন উত্থাপিত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।’
বৃহস্পতিবার সংসদে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের মো. ফরিদুল হক খান দুলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রশ্নকর্তা জানতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি রাজাকারের তালিকা তৈরিতে কারো গাফিলতি আছে কিনা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা।