সোমবার, ২৯ মে ২০২৩, ১২:১৮ অপরাহ্ন

ময়মনসিংহে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৫৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ময়মনসিংহে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৫৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

এনামুল হক ছোটনঃ

“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৮২৫ টি পরিবারকে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হবে তার মধ্যে ৫৫৩ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করবেন। আশ্রয়ন ২ প্রকল্পের অধীনে ভূমিহীন গৃহহীন পরিবারে এবার ঈদের আগেই প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘরে উঠবে।

এ জন্য তাদের মাঝো বাড়তি আনন্দ বিরাজ করছে। গৃহ হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠান ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। ৩য় পর্যায়ে ময়মনসিংহ জেলায় ১৩ টি উপজেলায় ৮২৫ টি তার মধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ৭৫ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। গৃহহীন ও ভূমিহীন পরিবারে ২ শতাংশ জমি ও সেমিপাকা গৃহ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বিপিএম- সেবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© ২০১৯ দৈনিক নবযুগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Designed and developed by Smk Ishtiak