সোমবার, ২৯ মে ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

ঈদে জনগণের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর- অফিসার ইনচার্জ(ওসি) ফারুক আহম্মেদ

ঈদে জনগণের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর- অফিসার ইনচার্জ(ওসি) ফারুক আহম্মেদ

এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ ঈদ-উল ফিতরে আইন শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা তৈরি করতে নিরাপত্তা মহড়া পরিচালনা করছেন। ২৩ এপ্রিল শনিবার বিকেল পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও বিপনী বিতানের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ক্রেতা-বিক্রেতাদের সাথে খোলামেলা কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, থানা পুলিশ সবসময় জনতার সেবায় নিয়োজিত, ঈদে জনগণের জানমাল রক্ষায় আমরা বদ্ধপরিকর। ঈদের কেনাকাটার ভীরে বিপনী বিতানগুলোতে চুরি-ছিনতাই রোধ ও ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে ক্রয়-বিক্রয় করতে পারেন সে জন্যই এই নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে।

ওসি ফারুক আহম্মেদ বলেন, ঈদের সময় চুর-ছিনতাইকারী চক্র ঈদে সক্রিয় হয়ে উঠে। এসময় অনেকে কেনাকাটার জন্য ছেলে-মেয়ে নিয়ে বিপনী বিতানে যেতে ভয় পান। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। সবার ঈদ আনন্দ নির্বিঘ্নে করতেই আমাদের এই কর্মসূচী। ঈদ পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© ২০১৯ দৈনিক নবযুগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Designed and developed by Smk Ishtiak