
এনামুল হক ছোটনঃ
পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) ময়মনসিংহ এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে পুলিশ পোষ্যদের অনলাইন রচনা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি ময়মনসিংহের সভানেত্রী মিসেস কানিজ আহমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান পিপিএম- সেবা।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুনাক ময়মনসিংহের সদস্য রায়হানা তাহমিন, ইসরাত তানজিয়া, ডাঃ শারমিন আক্তার, ফারহানা ইসলাম সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুনাকের উদ্যোগে এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এলিটদের ভাষা এখনো ইংরেজি কিন্তু বিশ্বের যে সকল জাতি উন্নত হয়েছে তারা তাদের মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে বেশী, পরবর্তীতে অন্য ভাষার গুরুত্ব দিয়েছে। এই দেশে তিনশত বছর ধরে ফার্সি ভাষা প্রচলিত রয়েছে, পাশাপাশি অনেক মোনাজাতও আরবি পরবর্তীতে ফার্সি ভাষার পড়ানো হয়। অনেকেই আবার দুই একটা ইংরেজি বলে নিজেদেরকে স্মার্ট মনে করে। আসলে ওরা কিছুই শিখছে না বরং দেশীয় মাতৃভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশে আগে বাংলা ভাষায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন করা উচিত।
বাংলাকে যেদিন সর্বক্ষেত্রে একক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তখনই বাংলা ভাষায় প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারি প্রতিটি শিশু চমৎকারভাবে তাদের মেধা ও যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়ো, অংশগ্রহণকারী সকলের বিজয়ী। আমি আশা করি আমাদের সন্তানেরা মাতৃভাষা বা প্রমিত বাংলা ভাষা শিক্ষার গ্রহণ করে আগামীদিনে আমাদের বাপ -মার মুখ উজ্জ্বল, দেশের মুখ উজ্জ্বল করবে এবং বিশ্বজয় করবে। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ময়মনসিংহে এর সভাপতি কানিজ আহমার বলেন, শিশু ও সোনামনিদেরকে উৎসাহিত এবং সঠিকভাবে পরিচালিত করতেই আমাদের এই আয়োজন । এই প্রতিযোগিতায় প্রত্যেকেই অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় এবং সুন্দরভাবে তাদের মেধার প্রকাশ ঘটিয়েছে। একটা কিছু লিখতে বা আঁকতে হলে এই সম্পর্কে ধারণা নিতে হয় বা শিখতে হয়। বাংলা ভাষা এখন বিকৃত হয়ে যাচ্ছে, এ থেকে বের হতে হবে এবং বাংলা ভাষার সঠিক চর্চা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, সুস্থ জীবনবোধের চর্চা করতে হবে।
তিনি বক্তব্য শেষে উপস্থিত সকলকে নিজে কবিতা আবৃত্তি করে শুনান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গ্রপে ৪৩ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। এর মাঝে রচনা প্রতিযোগিতায় পুলিশ সুপার পুত্র মোঃ সাইফি হোসাইনকে, আবৃত্তি প্রতিযোগিতায় খ- বিভাগে অতিরিক্ত পুলিশ সুপার পুত্র খন্দকার তহমিদ রাব্বি এবং আবৃত্তি প্রতিযোগিতায় ক- বিভাগের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের কন্যা ইসরাত জাহান রিফাকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনেকেই একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে।