এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজের ছাত্র খলিলুর রহমানকে চাকু দিয়ে আঘাত করা মূল ছিনতাইকারীকে( আকরাম) দ্রুত সময়ে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ছিনতাইকারী আসামি হলেন নগরীর আকুয়া গরুর খোয়ার এলাকার জাকির হোসেন ছেলে মোঃ আকরাম হোসেন (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ ছাত্র খলিলুর রহমান আকন্দ (২৪) সানকিপাড়া মেসে থেকে আনন্দ মোহন কলেজে অনার্স ৪র্থ বর্ষে লেখাপাড়া করেন।
গত মঙ্গলবার( ১৫ ফেব্রুয়ারী) নতুন বাজার হইতে সানকিপাড়া মেসে যাওয়ার পথে রাত ৯.১৫ ঘটিকার সময় কলেজ রোড আনন্দ মোহন কলেজের মহিলা হোস্টেলের পিছনে ছিনতাইকারী তার ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে পথরোধ করে পেটে চাকু ধরে ভয়ভীতি প্রদর্শন করে। কোন কিছু দিতে অস্বীকার করলে আসামী হাতে থাকা চাকু দিয়া বুকের বাম পাশে আঘাত করে ও আঙ্গুলে ফেস মেরে তার মোবাইল নিয়ে যায়।
পরে এলাকাবাসী থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করেন। এ বিষয় কোতোয়ালী মডেল থানার তদন্ত অফিসার ফারুক হোসেন বলেন, আমরা ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই ও আসামিকে ধরতে অভিযান পরিচালনা করি। ছিনতাইকারী মোঃ আকরাম হোসেন (২৫) কে গ্রেপ্তার করে ছিনতাই যাওয়া উপরোক্ত মালামাল উদ্ধার করি। এ ঘটনায় থানায় মামলা পক্রিয়াধীন রয়েছে।