মসিক মেয়রের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মসিক মেয়রের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন( মসিক) এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সুস্থতা কামনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ০২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র -০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র- ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মসিক সচিব রাজীব কুমার সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা,

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা অসীম কুমার সাহা, সহকারী সচিব মোহাঃ আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,প্রধান নির্বাহী প্রকৌশলী( বিদ্যুৎ) জিল্লুর রহমান,

প্রধান নির্বাহী প্রকৌশলী ( যান্ত্রিক) শফি কামাল, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রমুখ। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারিতে পায়ে হোঁচট খেয়ে তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি পূর্ণাঙ্গ বিশ্রামে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*