এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) নাগরিকদের ঠিকাদার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ক্যাম্পেইন ও প্রস্তুতি গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন । এরই ধারাবাহিকতা নগরীর ৮ টি জনবহুল স্থানে কোভিড ১৯ টিকাদান বিশেষ ক্যাম্পেইন আজ মঙ্গলবার থেকে শুরু হবে। নগরীর রিক্সা, অটো, ভ্যানচালক ও ভাসমান জনগোষ্ঠীকে টিকাদানে আয়োজিত এ বিশেষ ক্যাম্পেইন আগামী ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। এতে নাগরিকগণ তাদের জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দিয়ে ৮টি স্পটে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে।
বিশেষ এ টিকাদান কেন্দ্রসমূহ হলো- নগরীর শিকারিকান্দা, ঢাকা বাইপাস, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড়, চরপাড়া, রেলস্টেশন চত্বর, সুতিয়াখালী তিন রাস্তার মোড়, আকুয়া বাইপাস মোড় এবং রহমতপুর বাইপাস মোড়। এ ক্যাম্পেইনে টিকা না নেওয়া নাগরিকগণের টিকা নিতে উদ্বুদ্ধ করতে নগরীজুড়ে ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে মাইকিং কার্যক্রম চলমান আছে।
এছাড়াও, রিকশা, অটোরিকশা ও ভ্যানচালক সমিতির নেতৃবৃন্দের সাথে গতকাল সোমবার মতবিনিময় করেছেন মসিক এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ প্রমুখ। উল্লেখ্য- ইতোপূর্বে মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় পরিবহন সংশ্লিষ্ট এবং বাজার সংশ্লিষ্টদের টিকার আওতায় আনতে বাসস্ট্যান্ডে এবং বাজারে ক্যাম্পেইন পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।