অধ্যক্ষ মতিউর রহমান এর জন্মদিন ও একুশে পদক প্রাপ্তিতে সদর আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

অধ্যক্ষ মতিউর রহমান এর জন্মদিন ও একুশে পদক প্রাপ্তিতে সদর আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

 এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর জন্মদিন ও ২১শে পদক প্রাপ্তিতে নগরীর শিববাড়ীস্থ দলীয় কার্যালয়ে গত শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকালে আওয়ামী যুবলীগ ময়মনসিংহ সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট মোঃ আজাহারুল ইসলাম। তিনি বলেন,মতিউর রহমান অস্ত্রহাতে নিয়েছিলেন দেশ স্বাধীন করার জন্য । জননেত্রী শেখ হাসিনা উপলব্ধি করেছেন তাই ২১ শে পদকে ভূষিত করেছেন ।

ময়মনসিংহ বাসী তথা দলবল নির্বিশেষে সকল সংগঠন অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ মতিউর রহমান স্যারকে । এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট তাজুল ইসলাম খোকন, বন ও পরিবেশন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন,সাবেক ভিপি শফিকুর রহমান, আখেরুল ইসলাম সোহাগ, এডভোকেট তপন দে, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান রুমেল,সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাইদ সহ প্রমুখ। আলোচনা সভা শেষে আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*