
এনামুল হক ছোটনঃ
বন্ধুদের বন্ধন অটুট থাকে সারাজীবন। এই বন্ধুদের বন্ধনেই ময়মনসিংহের কিছু প্রিয় বন্ধুদের উদ্যোগে ” ফ্রেন্ডস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” যাত্রা শুরু হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী ২০২২ইং শুক্রবার দুপুর ২ টায় ৪৪ নং রামবাবু রোড, নতুন বাজারে শুভ উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া আয়োজনে মিলাদ মাহফিল এর মাধ্যমে দোয়া করে উক্ত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এর কর্ণধার জামাল তালুকদার, খন্দকার বাকী বিল্লাহ, ইমতিয়াজ লিংকন, কামরুজ্জামান, সুহেল,মামুনুর রহমান ও নাদির,কিরণ ফ্রেন্ডস রেস্টুরেন্ট এর সকল বন্ধুরা। এছাড়াও ময়মনসিংহ নগরীর সকল শ্রেণী পেশার লোকজন। জানা যায়, এখানে পাওয়া যাবে –দেশী, বিদেশি সহ যাবতীয় আইটেম এর খাবার ও বিরিয়ানি। এছাড়াও বিভিন্ন ফাস্টফুড, জুস সহ ইত্যাদি।
এ বিষয়ে এর কর্ণধার আব্দুল্লাহ আল বাকী বিল্লাহ বলেন, আমরা কিছু বন্ধু মিলে ময়মনসিংহের মানুষের প্রিয় খাবার সরবরাহের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ক্রেতাদেরকে সঠিক গুণগত ও চাহিদা অনুযায়ী মানসম্পন্ন খাবার ও সেবা পৌঁছে দেওয়া আমাদের ফ্রেন্ডস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এর লক্ষ্য ও উদ্দেশ্য।