এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহের অসহায় ব্যক্তিদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এককালীন অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ০৭ ফেব্রুয়ারী সোমবার জেলা প্রশাসকের হলরুমে এ আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃজাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ক্ষুদ্র জাতিসত্বা, নৃগোষ্ঠী ব্যক্তি ও শিক্ষার্থী এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়েছে । উল্লেখ্য- ময়মনসিংহ জেলায় ৫৯৪ জন ব্যক্তির মাঝে মোট ১৪ লক্ষ ৯৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।