ময়মনসিংহে ফ্যাশন হাউস লাবি মার্ট শো-রুম উদ্বোধন

ময়মনসিংহে ফ্যাশন হাউস লাবি মার্ট শো-রুম উদ্বোধন

এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহের স্থানীয় ফ্যাশন হাউস লাবি মার্ট শো রুম ৬ ফেব্রুয়ারী ২০২২ইং রবিবার সকাল ১০ টায় ৫৯, রামবাবু রোড, নতুন বাজার (মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার বিপরীতে) উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া আয়োজনে উক্ত শো রুম এর উদ্বোধন করেন লাবি মার্ট শো রুম এর কর্ণধার মাহমুদ উল্লাহ ও আক্তারুজ্জামান।

জানা যায়, এখানে পাওয়া যাবে – মেয়েদের যাবতীয় লেদার ও আর্টি ফিশিয়াল ব্যাগ,মেয়েদের জুতা, ছেলেদের যাবতীয় লেদার ব্যাগ, মানিব্যাগ, ওয়ালেট, বেল্ট, বাচ্চাদের জুতা, বেল্ট, স্কুল ব্যাগ, কসমেটিকস পণ্য এবং PASTEL COSMETICS। এ বিষয়ে শো-রুম এর কর্ণধার মাহমুদ উল্লাহ বলেন,কিছু তরুণ উদ্যোগতাদের সমন্বয়ে ক্রেতাদেরকে সঠিক গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া আমাদের শো রুম এর লক্ষ্য ও উদ্দেশ্য।

আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে পণ্যের উপকরণ ক্রয় করে নিজস্ব ব্যান্ডের প্রোডাক্ট তৈরি করে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে ব্যবসা পরিচালনা করছি। আপনারা সকলে আমন্ত্রিত, উদ্বোধন উপলক্ষ্যে সকল পণ্যের উপর থাকছে ৫% ডিসকাউন্ট।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*