
এনামুল হক ছোটনঃ
মানব সেবায় যে পুলিশের ধর্ম এটা আবারও প্রমাণ করলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম বার। ১১ বছরের অনিক নামে একটি ছেলে গত বুধবার ঢাকায় হারিয়ে গেছিলো। কোতোয়ালি থানা পুলিশ জনগণের সহযোগিতায় হারিয়ে যাওয়া অনিককে কোতোয়ালি মডেল থানার নিয়ে আসে।কিন্তু শিশুটি তার ঠিকানা বলতে পারে না শুধু বলতে পারে তার বাড়ি নেত্রকোনা হাসপাতালের পিছনে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ এর সহযোগিতা নিয়ে শিশুটার ছবি ফেসবুকে দিয়ে দ্রুত সময়েই শিশুটির অভিভাবকের সন্ধান পায়। পরে জানা যায়, হারিয়ে যাওয়া শিশুটির নাম অনিক(১১), পিতার নাম -ফরিদ, গ্রাম – মল্লিকপুর, থানা-বারহাট্টা, জেলা – নেত্রকোনা। কোতোয়ালি মডেল থানা পুলিশ রাতেই অনিককে তার অভিভাবক মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেন।