
এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহে করোনা সংক্রমণরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান পিপিএম সেবা এর নির্দেশে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে নগরীতে মাস্ক ক্যাম্পেইন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতা ২৩ জানুয়ারী রবিবার দুপুরে নগরীর রেলওয়ে স্টেশন মোড় এলাকায় এ মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মাস্ক ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরক্তি পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি। মাস্ক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনার ভয়বাহতা ক্রমেই বাড়ছে। নিজের পরিবার এবং দেশকে ভয়াবহ করোনার কবল রোধ করতে মাস্ক পরিধান করার বিকল্প নেই।
তিনি আরোও বলেন, মাস্ক পড়ার পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম বার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ০১ নং ফাঁড়ীর ইন্সপেক্টর মাহবুবুর রহমান মাহবুব সহ প্রমুখ উপস্থিত ছিলেন।