এনামুল হক ছোটন :
ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল -মামুন এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র বই বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ২২ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর ১৫ নং ওয়ার্ড মাসকান্দা মাদরাসা রোডে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে ও এনামুল হক খান( এনাম খান) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু বলেন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ছোট ভাই জেলা যুবলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশের আওয়ামী যুবলীগের ময়মনসিংহ জেলা শাখার একজন কর্মী হলো আবদুল্লাহ আল মামুন। জাতির পিতা বঙ্গবন্ধু আর্দশের নিয়ে আমরা ও মামুন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই এজন্যই শীতার্ত মানুষের সেবায় কম্বল বিতরণ মামুন এই ক্ষুদ্র প্রচেষ্টা একটু হলেও কিছু অসহায় মানুষের উপকারে আসবে।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য আপনারা দোয়া করবেন, তিনি ভালো থাকলে দেশ ও জাতি এমনকি দেশের জনগণের পাশাপাশি সর্বকিছুই ভালো থাকবে, আমরা ওনার আদর্শ নিয়ে চলতে চাই।
কিছু অসহায় মানুষের উপকার করার জন্য যুবলীগে কর্মী ও আমার ছোট ভাই মামুনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আজ খুবই গর্বিত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সুযোগ্য মেয়র আমার অভিভাবক আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজ আমি আরও গর্বিত আমার মায়ের জন্য, তিনি আমার শিখর, শুধু মানুষের সেবা করার জন্য বিগত সময়েও তিনি কাউন্সিল পদে নির্বাচন করেছেন, আশা করি তিনি ভবিষ্যতেও করবেন এবং আপনাদের সেবায় আরও কাজ করবেন।
আমি চাই আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শরাফ উদ্দিন বায়েজিদ ও জিল্লুর রহমান মুন্না,জেলা যুবলীগ নেতা ইমরান জাহান বাবু, সদর উপজেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমান ও রাশেদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ কাদির মড়ল, ময়মনসিংহ মহানগর এর ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সেলিম সাজ্জাদ সেলিম,জেলা কৃষকলীগের সদস্য মাওলানা আব্দুস সোবহান।
এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সোহেল মিয়া ও মোখলেছুর রহমান শান্ত, মহানগর ১৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তাইজুদ্দীন ও ১৮ নং যুবলীগ নেতা মোঃ আকবর খান এবং ১৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাদিকুল ইসলাম, সারোয়ার, সাগর,কামরুল, হিমু, রাকিব,শরিফ, রাতুল, ফাহিম সহ প্রমুখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।