অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেছেন মসিক মেয়র টিটু

অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেছেন মসিক মেয়র টিটু
এনামুল হক ছোটনঃ ১২ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় সার্কিট হাউজ মাঠে অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 ক্রিকেট প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নাম মর্যাদার সাথে উচ্চারিত হচ্ছে। নারী ফুটবল দল আমাদের গর্বিত করছে। ক্রীড়ার সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 আয়োজনের জন্য ময়মনসিংহকে নির্বাচনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ও আয়োজকদের ধন্যবাদ জানান মেয়র। উপস্থিত নারী ক্রিকেটারদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনাদের মাধ্যমে দেশ আন্তর্জাতিক অঙ্গণে আরও পরিচিত লাভ করে। তাই, আপনাদেরও নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দীপু রায় চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*