এনামুল হক ছোটনঃ
“বয়স বৃদ্ধি কর,বেকারত্ব কমাও ” এই প্রতিপাদ্য নিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি সহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের ময়মনসিংহ বিভাগীয় মানব বন্ধন অনুষ্ঠিত। ১১ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২.৩০ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাবে সামনে ময়মনসিংহ বিভাগীয় মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলার সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ ফাহিম
এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুরের বঙ্গবন্ধুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ কামাল, সদস্য ও আনন্দ মোহন কলেজের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে সাবেক শিক্ষার্থী মোছাঃ সোমা আক্তার ও নূরজাহান সহ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের ও জেলার প্রায় শত শত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বেকারদের বাঁচার ৪ দাবি হলো, সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ দূর্নীতি ও জালিয়াতি বন্ধ ও নিয়োগ পরীক্ষায় ( প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বর সহ ফলাফল প্রকাশ, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সম্বনিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা। মানববন্ধনে জানানো হয় এই ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া অবধি ঐক্যবদ্ধ ছাত্র সমাজের মহাসমাবেশ আগামী ১৬ জানুয়ারি ২০২২ শাহবাগ প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত হবে।